রাবি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান হলেন ফারহাত তাসনীম
নিজস্ব প্রতিবেদক।।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ফারহাত তাসনীম ওরফে তাসু ওই বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন। রোববার (১ ফেব্রুয়ারি ২০২১) সদ্য বিদায়ী চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম আকরাম উল্লাহর স্থলাভিষিক্ত হয়েছেন।
তিনি জাপানের সুকুবা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান (বাংলাদেশের সিভিল সোসাইটি) বিষয়ে পিএইচডি (মার্চ ২০০৮), জাপানের সুকুবা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর (মার্চ ২০০৫), রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর প্রথম শ্রেণিতে প্রথম স্থান (১৯৯৭), রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে (সামাজিক বিজ্ঞান অনুষদে) রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতক (সম্মান) প্রথম শ্রেণিতে প্রথম স্থান (১৯৯৬), রাজশাহী কলেজ থেকে রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসিতে প্রথম শ্রেণিতে মেধা তালিকায় প্রথম স্থান (১৯৯৩) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল থেকে প্রথম বিভাগ (১৯৯১) ডিগ্রি অর্জন করেন।
২০০২ সালে জুলাই মাসে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। ২০০৮ সালের এপ্রিল মাসে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। ২০১০ সালের ডিসেম্বর মাসে সহযোগী অধ্যাপক হিসেবে পদন্নোতি পান। ২০১৮ সালের ২৭ জুন তিনি অধ্যাপক হিসেবে পদোন্নতি পান।
তিনি জেএসপিএস ফেলোশীপ, জাপানের সুকুবা বিশ্ববিদ্যালয় (২০১১-২০১৩), এমইএক্সটি স্কলারশীপ, জাপান (২০০২), রাজশাহী বিশ্ববিদ্যালয় এওয়ার্ড, অগ্রণী ব্যাংক গোল্ড মেডেল এওয়ার্ড (১৯৯৬), রাজশাহী শিক্ষা বোর্ড স্কলারশীপ এবং জুনিয়র হাইস্কুল এন্ড প্রাইমারী স্কুল স্কলারশীপ পান।
তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কারিকুলাম কমিটির আহবায়ক (২০১৯), একাডেমিক কমিটির সদস্য, পরীক্ষা ও মূল্যায়ন কমিটির সদস্য, ইউজিসি-জেএসপিএস প্রজেক্ট মেম্বার, ওয়ার্ল্ড ব্যাংক এন্ড ইউজিসি প্রজেক্ট মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেন।
ফারহাত তাসনীম ১৯৭৪ সালের ২৩ নভেম্বর রাজশাহীতে জন্মগ্রহণ করেন। পিতা অধ্যাপক মো. শাহজাহান ও মাতা শিরিন মাকসুদা। স্বামী জাপানের সুকুবা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তোফায়েল আহমেদ। তাঁদের সন্তান আবরার ও আসরার।
দৈনিক প্রাপ্তি প্রসঙ্গ পত্রিকার পক্ষ থেকে ফারহাত তাসনিমের সাফল্যে অকৃত্রিম ভালবাসা। সাফল্যের সাথে আগামী দিনগুলি অতিবাহিত হোক সেই প্রত্যাশা। অনেক অভিনন্দন ও শুভেচ্ছা।
সাম্প্রতিক মন্তব্য