লালপুরে গৃহবধুকে হত্যার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক।।
নাটোরের লালপুর উপজেলার মাঝগ্রাম থেকে শারমিন (২২) নামের এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে লালপুর থানা পুলিশ।
স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা যায়, শনিবার (২৩ জানুয়ারি) গভীর রাতে স্বামী ও শশুরবাড়ীর লোকজন নির্যাতন করে শারমিনকে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন ঐ গৃহবধুর ভাই রিপন।
ঘটনার সুত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার লহমারী সাহেব গ্রামের তহরুল ইসলামের মেয়ে শারমিনের সহিত দু বছর আগে লালপুর উপজেলার মাঝগ্রামের তৈজাল প্রামানিকের ছেলে সাদ্দামের সহিত বিবাহ হয়। বিবাহের পর থেকে মাঝে মধ্যে স্বামী ও শশুর বাড়ির লোকজন যৌতুকের দাবীতে ঐ গৃহবধুকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল। গত রাতে তাকে নির্যাতন করে হত্যা করেছে বলে শারমিনের পরিবারের অভিযোগ । ২৪ জানুয়ারী লালপুর থানার পুলিশ মরদেহ উদ্ধার করে নাটোর মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে লালপুুর থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান নিহতের ভাই বাদি হয়ে লালপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।
সাম্প্রতিক মন্তব্য