logo
news image

ঈশ্বরদীর নবনির্বাচিত মেয়রের সাংবাদিকদের সাথে মতবিনিময়

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
ঈশ্বরদী পৌরসভার নবনির্বাচিত মেয়র ইছাহক আলী মালিথা সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। বুধবার ১২টায় কলেজ রোডের নিজ বাসভবনে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। এসময় তিনি ঈশ্বরদী পৌরসভাকে মডেল পৌরসভায় রূপদানের জন্য সাংবাদিকদের মাধ্যমে সকলের সহযোগিতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য রফিকুল ইসলাম লিটন, পাবনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিঃ রুহুল আমিন, ঈশ্বরদী উপজেলা আ'লীগের সহ-সভাপতি রশিদুল্লাহ, সহ-সভাপতি ফরিদুল আলম ফরিদ, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম বাচ্চু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, সলিমপুর ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক নায়েক (অবঃ) এম এ কাদের, আ'লীগ নেতা আব্দুর রশিদ, যুবলীগ নেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস,নবনির্বাচিত কাউন্সিলর কামাল হোসেন, মনিরুল ইসলাম সাবু, জাহাঙ্গীর হোসেন, আমিনুর ইসলাম, ওয়াকিল আলম, আবুল হাশেম, আব্দুল লতিফ মিন্টু, আবু জাহিদ উজ্জ্বল, ইউসুফ আলী প্রধান, সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর ফরিদা ইয়াসমিন, রহিমা খাতুন ফিরোজা বেগম প্রমুখ।
সাংবাদিকদের মধ্যে প্রেসক্লাবের সহ-সভাপতি কে এম আবুল বাসার, সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম, সাংবাদিক সেলিম সরদার, মযনুর ইসলাম মিন্টু প্রমূখ বিভিন্ন এসময় বক্তব্য রাখেন।

সাম্প্রতিক মন্তব্য