logo
news image

উপপরিচালক হলেন আলী রেজা

নিজস্ব প্রতিবেদক।।
কুড়িগ্রাম জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন লালপুরের কৃতী সন্তান মো. আলী রেজা। অধিদপ্তরের এক পত্রে তার পদায়ন নিশ্চিত করা হয়েছে।
মো. আলী রেজার পদোন্নতিতে দৈনিক প্রাপ্তি প্রসঙ্গ পত্রিকার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।
নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া গ্রামে ১৯৬৫ সালের ২৫ ডিসেম্বর জন্মগ্রহণ করেন মো. আলী রেজা। পিতা মরহুম মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, প্রেসিডেন্ট পদপ্রার্থী ও মাতা রওশন আরা হারুন। স্ত্রী সুলতানা রেজা। তাঁদের সন্তান রাব্বি ও রাতুল।
তিনি দুড়দুড়িয়া প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি, দাদপুর-গড়গড়ি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, রাজশাহী কলেজ থেকে এইচএসসি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
তিনি ১৯৯৬ সালে যুব উন্নয়ন অধিদপ্তরে সহকারী পরিচালক হিসেবে নীলফামারী জেলায় যোগদান করেন। বর্তমান উপপরিচালক হিসেবে কুড়িগ্রাম জেলায় কর্মরত আছেন।

সাম্প্রতিক মন্তব্য

Top