logo
news image

বড়াইগ্রামে স্বেচ্ছাসেবক দলের শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম নাটোর

নাটোরের বড়াইগ্রামে উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যেগে গরীব দুস্থ অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আব্দুল্লাহ আল মামুন লিটন এই কর্মসূচীর আয়োজনে করে। প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন এ্যাডঃ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। প্রধান অতিথির পক্ষ থেকে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শামসুল আলম রনি শীতবস্ত্র তুলে দেন।
চান্দাই ইউনিয়ের ভান্ডারদহ সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্তরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আব্দুল্লাহ আল মামুন লিটন এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সদস্য শাহীন খান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম খান কানন, যুগ্ম আহবায়ক জিসান, সদস্য তানভির। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন রাজাপুর সম্মান কলেজ ছাত্রদলের আহবায়ক ইমন, যুবদল  নেতা খাইরুল ইসলাম, চান্দাই ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহবায়ক পল্লব, ছাত্রনেতা রোনাল,ইউসুফ, রতন, হিমেল প্রমূখ।
শামসুল আলম রনি বলেন, গরীব অসহায় মানুষের পাশে বিএনপি পুর্বে ছিল এখন আছে ভভিষ্যতেও থাকবে। কোন অপশক্তিই বিএনপি নিশ্চিহৃ করতে পারবে। জেল-জুলুম দিয়ে দাবীয়ে রাখা যাবে না।
আব্দুল্লাহ আল মামুন লিটন জানান, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পক্ষ থেকে উপজেলার চারশত গরীব দুস্থ অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে এই কার্যক্রম আরো বৃদ্ধি পাবে।

সাম্প্রতিক মন্তব্য

Top