logo
news image

বড়াইগ্রামে বেড়েছে গরু চোরের উপদ্রব

নিজস্ব প্রতিনিধি বড়াইগ্রাম নাটোর
নাটোরের বড়াইগ্রামে গরু চোরের উপদ্রপ বেড়েছে। সম্প্রতি অন্তত পাঁচ গ্রাম থেকে গরু চুরির ঘটনা ঘটেছে। সর্বশেষ শুক্রবার ভোররাতে উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের বাজিতপুর গ্রামের আকরাম হোসেনের গোয়াল থেকে একটি বাছুরসহ গাভী চুরি হয়। 
এরআগে ভরট গ্রামের নুরুল ইসলামের ২টি ষাড় গরু চুরি হয়। এদিকে মাঝগাঁও থেকে আনোয়ার হোসেনের একটি ষাড় গরু চুরি হয়। অপরদিকে বনপাড়া পৌরসভার মহিষভাঙ্গা থেকে দুটি ষাড় নিয়ে পালাবার সময় দেখতে পেলে চোর গরু ফেলে পালিয়ে যায়। একের পর এক গরু চুরির ফলে জনমনে চুরির আতংক সৃষ্টি হয়েছে। 
বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন বলেন, কিছু চিহ্নিত গরু চোর এলাকায় ঘোরাফেরা করছে। তাদের ইন্ধনেই গরু চোরের উপদ্রপ বেড়েছে। চুরি রোধে পুলিশকে সর্তক ভ‚মিকা পালন করতে হবে। 
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, গরু চুরির বিষয়ে থানায় কেউ অভিযোগ করে নাই। অভিযোগ পেলে তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।**

সাম্প্রতিক মন্তব্য

Top