logo
news image

ঈশ্বরদী পৌর নির্বাচনে আ’লীগের মেয়র প্রার্থীকে সাহিত্য-সংস্কৃতি পরিষদের সমর্থন

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ    
ঈশ্বরদীর ঐতিহ্যবাহী সাহিত্য-সংস্কৃতি পরিষদ আসন্ন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ইছাহক আলী মালিথাকে সমর্থন দিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় সাহিত্য-সংস্কৃতি পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সাহিত্য পরিষদের নেতৃবৃন্দ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থীকে সমর্থন জানান। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আ’লীগ মনোনীত মেয়র প্রার্থী ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইছাহক আলী মালিথা।
পরিষদের সভাপতি এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান কামালের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর উদয়নাথ লাহিড়ী, বীরমুক্তিযোদ্ধা আব্দুল খালেক,  বীরমুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন বিশ্বাস, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম বাচ্চু, ঈশ্বরদী প্রেসকাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক মুরাদ আলী মালিথা। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক প্রকৌশলী বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাবনা জেলা আওয়ামীলীগের নেতা ব্যরিষ্টার সৈয়দ আলী জিরু, সাবেক ভাইস চেয়ারম্যান বশির আহমেদ বকুল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর জহুরুল হক পুনো, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হামিদ, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক মুরাদ আলী মালিথা, সাঁড়া  ইউপি চেয়ারম্যান ইমদাদুল হক রানা সরদার, ল্মীকুন্ডা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুল হক মোল্লা, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য আব্দুর রহমান ফান্টু মন্ডল, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম লিটন, মুলাডুলি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক খন্দকার মিলন, কৃষকলীগ নেতা আবু বক্কার মালিথা, কবির মালিথা, পাকশী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন আসিব, ছাত্রলীগ নেতা সজিব মালিথা, ছাত্রলীগ নেতা  ইমরান হোসেন  প্রমূখ।

সাম্প্রতিক মন্তব্য