logo
news image

ঈশ্বরদীর আমবাগানে নৌকার মেয়র প্রার্থীর বিশাল নির্বাচনী উঠান বৈঠক

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
ঈশ্বরদী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার মেয়র প্রার্থীর বিশাল নির্বাচনী উঠান বৈঠক শহরের আমবাগান পুলিশ ফাঁড়ি মাঠে অনুষ্ঠিত হয়। বুধবার রাতে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি  মেয়র প্রার্থী ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইছাহক আলী মালিথা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কৃষি ও সমবায় উপকমিটির সদস্য রফিকুল  ইসলাম লিটন, ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল আজিজ, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি ও আ’লীগ নেতা আলহাজ্ব শফিকুল ইসলাম বাচ্চু, পাবনা জেলা আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদক মাহজেবিন শিরিন পিয়া, ঈশ্বরদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, পৌর আ’লীগের সহ-সভাপতি আব্দুল হামিদ, মুলাডুলি  ইউনিয়ন আ’ীলীগের সভাপতি খালেক মালিথা, মুলাডুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মালিথা, সলিমপুর  ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক এম এ কাদের ।
৭ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সাজিদ মোর্শেদ খান রুশোর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড আ’লীগের সভাপতি গোলবার হোসেন, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সাবিনা  ইয়াসমিন, সমাজ সেবক জিএম খান, পাবনা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক সজিব মালিথা, যুবলীগ নেতা মিজান মালিথা,ছাত্রলীগ নেতা আমজাদ হোসেন অবুজ প্রমূখ।
উঠান  বৈঠক সঞ্চালনা করেন ৭ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ইমন হোসেন মুবিন।

সাম্প্রতিক মন্তব্য