logo
news image

ঈশ্বরদীর ভাটাপাড়ায় নৌকার উঠান বৈঠকে বিপুল জনসমাবেশ

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
ঈশ্বরদী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার মেয়র প্রার্থীর নির্বাচনী উঠান বৈঠক মশুরিয়াপাড়ার ভাটাপাড়ায় অনুষ্ঠিত হয়েছে। এলাকার বিপুল নারী ও পুরুষের সমাগমে উঠান বৈঠক শেষ পর্যন্ত জনসমাবেশে রূপ লাভ করে। সোমবার রাতে ভাটাপাড়ায় অনুষ্ঠিত নৌকা প্রতীকের উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইছাহক আলী মালিথা।
এসময় আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কৃষি ও সমবায় উপকমিটির সদস্য রফিকুল ইসলাম লিটন, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি ও আ'লীগ নেতা  শফিকুল ইসলাম বাচ্চু, মুলাডুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মালিথা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরিদুল আলম, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক মুরাদ আলী মালিথা, উপজেলা আ'লীগের সাংগঠনিক সম্পাদক জহুরুল হক পুনো, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, লক্ষীকুন্ডা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুল হক মোল্লা, পৌর আওয়ামীলীগের সহ সভাপতি হামিদুর রহমান হামিদ, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেন আক্তার, সাধারন সম্পাদক কিসমত আলী।  এছাড়াও সাবেক যুবলীগ নেতা নাজমুল হক, আবুল কালাম আজাদ, যুবলীগ নেতা রফিকুল ইসলাম রাফিকসহ স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন
উঠান বৈঠক সঞ্চালনা করেন কলেজ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক সাইফুল ইসলাম বাবু।

সাম্প্রতিক মন্তব্য