logo
news image

ঈশ্বরদীর উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে নাগরিক ভাবনা শীর্ষক আলোচনা সভা

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে পৌরবাসীর নাগরিক সুযোগ-সুবিধার ‘উন্নয়ন ও সম্ভাবনা’ নাগরিক ভাবনা শীর্ষক  এক আলোচনা সভা ঈশ্বরদীতে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় ডাইনামিক রিয়েল এস্টেট লিমিটেডের উদ্যোগে শহরের পোষ্ট অফিস মোড়ে ‘প্যাভিলিয়ন রেস্টুরেন্টে’ এ আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস। প্রধান বক্তা ছিলেন ঈশ্বরদী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ইছাহক আলী মালিথা। সভাপতিত্ব করেন ডাইনামিক রিয়েল এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক ও উপজেলা আ’লীগের সহ-সভাপতি প্রকৌশলী করিরুল ইসলাম।
সভায়  অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মিন্টু, আওয়ামী লীগের  কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটির সদস্য রফিকুল ইসলাম লিটন, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম বাচ্চু, বীরমুক্তিযোদ্ধা আব্দুল খালেক, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, কৃষকলীগ নেতা মুরাদ মালিথা, মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য জালাল উদ্দিন তুহিন,  পাবনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বশির আহমেদ বকুল,  জেলা মহিলা বিষয়ক সম্পাদক মাহজেবিন শিরিন পিয়া, ঈশ্বরদী মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল হামিদ, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আলাউদ্দিন প্রামানিক, আকরাম আলী খান, ফরিদুল আলম প্রমূখ। জেলা জাসদের সাধারণ সম্পাদক রশীদুল আলম বাবু ও মানবাধিকারের নারী সংগঠক রুনু সূচনা বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন  উপাধ্য ইসমাইল হোসেন।

সাম্প্রতিক মন্তব্য

Top