logo
news image

মনোনয়নপত্র দাখিল করলেন মেয়র পদপ্রার্থী বিমল

নিজস্ব প্রতিবেদক।।
২য় ধাপ পৌরসভা নির্বাচনে নাটোরের লালপুরের গোপালপুর পৌরসভা ভোটের নির্বাচন অফিসে মনোনয়নপত্র দাখিল করলেন মেয়র পদপ্রার্থী মঞ্জুরুল ইসলাম বিমল। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর ২০২০) দুপুর ১২ টা ৪০ মিনিটের দিকে লালপুর উপজেলা নির্বাচন অফিসার হাসিব বিন শিহাবের নিকট তিনি মনোনয়নপত্র দাখিল করেন।
মঞ্জুরুল ইসলাম বিমল এর আগে গোপালপুর পৌরসভার ৩ বার নির্বাচিত মেয়র ছিলেন। এবং তিনি নাটোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন ও লালপুর থানা ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
বর্তমান তিনি সাবেক নাটোর জেলা বিএনপির নেতা ও গোপালপুর পৌরসভার সাবেক মেয়র। মঞ্জুরুল ইসলাম বিমল এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে নির্বাচন করবেন বলে জানা যায়।

সাম্প্রতিক মন্তব্য

Top