logo
news image

ভিন্ন প্রেক্ষাপটে ঈশ্বরদীতে মহান বিজয় দিবস পালিত

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
বিজয়ের ৪৯ বছর পেরিয়ে এবার ৫০তম বিজয় দিবস। এবারের বিজয় দিবস ভিন্ন এক প্রেক্ষাপটে। ২০২০ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং ২০২১ সালে স্বাধীনতা অর্জনের সুবর্ণজয়ন্তীকে সামনে রেখে ঈশ্বরদীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে আলহাজ¦ মোড়ের বিজয় স্তম্ভে ৩১বার তোপধ্বনীর মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। এসময় উপজেলা ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আব্দুস সালাম খান ও ইউএনও পিএম ইমরুল কায়েস এবং পুলিশ বিভাগের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীর ও  থানার অফিসার ইনচার্জ সেখ নাসীর উদ্দিনের নেতৃত্বে অন্যান্য কর্মকর্তা শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেন।
সকাল সাড়ে সাতটায় আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এসময় জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতা-কর্মীরা। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস, মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ভূমিমন্ত্রীর সহধর্মিনী মিসেস কামরুন্নাহার শরীফ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মিন্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি মেযর আবুল কালাম আজাদ মিন্টু, কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য উপ-কমিটির সাবেক সদস্য সাকিবুর রহমান শরীফ কনক, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, স্বেচ্ছাসেবক লীগ নেতা কবির আলী হিরু, যুবলীগ সভাপতি শিরহান শরীফ তমাল, দোলন বিশ্বাস, ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান রনি, সাধারণ সম্পাদক সুমন দাসসহ অন্যান্য অংগ সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
 আলহাজ¦ মোড়ের বিজয় স্তম্ভে মুক্তিযোদ্ধা সংসদ, ঈশ্বরদী প্রেসক্লাব, বাংলাদেশ শিক্ষক সমিতি, ঈশ্বরদী মহিলা কলেজ, বিএনপি, জাসদ, সাহিত্য সংস্কৃতি পরিষদ সলিমপুর ডিগ্রী কলেজসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ হতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে বিজয় স্তম্ভে এসময হাজার হাজার মানুষের সমাগম ঘটে।
সকাল নযটায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও ইমরুল কায়েসের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আব্দুস সালাম খান, সহকারী কমিশনার (ভূমি) মমতাজ মহল, ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, বীর মুক্তিযোদ্ধা নাজমুল ইসলাম মিন্টু, সিরাজ উদ্দিন বিশ্বাস, আনোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম আক্তার প্রমূখ বক্তব্য রাখেন।

সাম্প্রতিক মন্তব্য

Top