logo
news image

ঈশ্বরদীতে শতাধিক কলার কাঁদি কেটে দিয়েছে দুর্বৃত্তরা

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
ঈশ্বরদীতে এক কৃষকের কৃষি খামারে রাতের শতাধিক কলার কাঁদি গাছ থেকে কেটে ফেলেছে দুর্বৃত্তরা। ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের মোকাররমপুর গ্রামের ময়েজ উদ্দিন কৃষি খামারে সোমবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। তির পরিমান প্রায় দেড় লাখ টাকা বলে জানান কৃষক ময়েজ। এঘটনায় কৃষক ময়েজ উদ্দিন এর স্ত্রী বেলি বেগম বাদি হয়ে গতকাল মঙ্গলবার ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
কৃষক ময়েজ উদ্দিন জানান, সোমবার রাতের কোন একসময় দুর্বৃত্বরা খামারের পেছন দিক দিয়ে খামারে এসে ধারালো অস্ত্র দিয়ে শতাধিক ফলন্ত গাছ থেকে কলার কাঁদি কেটে ফেলে রেখে যায়। কৃষক ময়েজ আরও জানান, মঙ্গলবার সকালে খামারের শ্রমিক কালু মিয়ার মাধ্যমে জানতে পেরে খামারে গিয়ে এ দৃশ্য দেখতে পান। সাথে সাথে তিনি ঈশ্বরদী থানায় বিষয়টি অবহিত করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) সেখ নাসীর উদ্দীন জানান, এটি একটি ন্যাক্কারজনক ঘটনা। ঘটনাস্থল পরিদর্শন করে তিনি বলেন তদন্ত করে এ বিষয়ে
আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাম্প্রতিক মন্তব্য

Top