logo
news image

ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ঈশ্বরদীতে আওয়ামী লীগের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ঈশ্বরদীতে পৌর আওয়ামী লীগ নেতা ইসাহক আলী মালিথার নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যার পর “বঙ্গবন্ধুর ভাস্কর্য শুধু প্রতিকৃতিই নয়, বাংলাদেশের প্রতিচ্ছবি” এই শ্লোগানকে সামনে রেখে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙায় জড়িত মৌলবাদীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। বিক্ষোভে ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী অংশগ্রহন করে।
মিছিলটি বাস টার্মিনাল হতে শুরু হয়ে বাজারের ১ নং গেটের সামনে  প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত করে। সমাবেশে বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহক আলী মালিথা, পৌর কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বাবু পান্ডে, ২নং ওযার্ডের সাধারণ সম্পাদক রেজাউল করিম নান্টু, ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম লিটন, যুবলীগ নেতা দোলন বিশ্বাস, মিলন চৌধুরী, সজিব মালিথা, যুবায়ের বিশ্বাস, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম শাওন প্রমূখ।

সাম্প্রতিক মন্তব্য