logo
news image

শিক্ষাকে পণ্য ভেবে বানিজ্য করা যাবেনা শহিদুল ইসলাম বকুল এমপি

নিজস্ব প্রতিবেদক।।

কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে আব্দুলপুর সরকারী কলেজের নতুন ভবন নির্মাণ কাজ শুরু হয়েছে তলা বিশিষ্ট এই ভবনটির নির্মাণ কাজের উদ্বোধন করেছেন নাটোর-(লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল 

আব্দুলপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক মোল্লার সভাপতিত্বে সোমবার (২৩নভেম্বর) সকালে ভিত্তি প্রস্তর সময়  উপস্থিত ছিলেন সাবেক এমপি শহীদ মমতাজ উদ্দিনের স্ত্রী শেফালী মমতাজ, পুত্র শামীম আহমেদ সাগর, উপজেলা আওয়ামী লীগ 

সহ-সভাপতি এস্কেন্দার মির্জা, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কাউছার, আলাউদ্দিন আলাল, মাহমুদুল হক মুকুল সাংগঠনিক সম্পাদক খাইরুল বাশার ভাদু, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান, জেলা তাঁতীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা ঈশ্বরদী ইউনিয়ন চেয়ারম্যান আমিনুল ইসলাম জয়, বিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু কলেজটির বিভিন্ন বিভাগের শিক্ষকগণ। 

সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল বলেন, বিগত সরকারগুলোর সময় লালপুর অবহেলিত ছিলো। লালপুরে তেমন শিক্ষা অবকাঠামো গড়ে ওঠেনি। আমি নির্বাচিত হবার পর থেকে চেষ্টা করছি যাতে করে লালপুর-বাগাতিপাড়ায় পর্যাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে। 

এমপি বকুল আরও বলেন, শিক্ষা খাতে সরকার ব্যাপক বিনিয়োগ করছে। তাই শিক্ষার মান উন্নয়ন জরুরী। সকল শিক্ষার্থী যাকে মানসম্মত শিক্ষা গ্রহন করতে পারে, শিক্ষকদের সেই সুযোগ সৃষ্টি করতে হবে। শিক্ষাকে পণ্য ভেবে বাণিজ্যায়ন করা যাবে না

সাম্প্রতিক মন্তব্য