logo
news image

স্বামীকে তালাক দেওয়ায় এসিড নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম নাটোর

নাটোরের বড়াইগ্রামে স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে তালাক দেওয়ায় এসিডে ঝলসে গেল নার্গিস আক্তার নুপুর (২৮)। সোমবার রাতে উপজেলার কামারদহ গ্রামে এ ঘটনা ঘটে। নার্গিস আক্তার নুপুর উপজেলার আনোয়ার হোসেন তাজেমের মেয়ে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতাল পরে ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তী করা হয়েছে।
আনোয়ার হোসেন তাজেম জানান, উপজেলার আহম্মেদপুর এলাকার মৃত রাহাত আলীর ছেলে আবু তালেব কয়েক বছর যাবত নার্গিস আক্তার নুপুরকে বিয়ে করে আমার বাড়িতেই থাকতেন। বিয়ের পর থেকে তাদের মধ্যে প্রায়ই দ্বন্দ-কলহ লেগে থাকতো। এ কারণে সাত দিন আগে আমার মেয়ে আবু তালেবকে তালাক দেয়। সোমবার সন্ধ্যায় আমার বাড়ির বাহিরে বের হলে আবু তালেব এসিড ছুড়ে পালিয়ে যায়। স্বজনরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিক, নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তী করে। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তী করা হয়।
তিনি ডাক্তারে বরাত দিয়ে জানান নার্গিস আক্তার নুপুরের মুখের একটি অংশসহ শরীরের বিভিন্ন জায়গা ঝলসে যায়। 
তিনি আরো জানান, আবু তালেব ডাকাতিসহ একাধিক মামলার আসামি।
বড়াইগ্রাম থানার পরিদর্শক আনোয়ারুল ইসলাম বলেন, রাতেই অভিযুক্ত আবু তালেবকে গ্রেপ্তার করা হয়েছে। আজ আতালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

সাম্প্রতিক মন্তব্য

Top