বণিক সমিতির সভাপতি শরিফুলের কুলখানি
নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম নাটোর
নাটোরের বনপড়া পৌর বণিক সমিতির সভাপতি ও বনপাড়া পৌর মেয়রের বড় ভাই শরিফুল ইসলামের কুলখানি সোমবার মরহুমের নিজবাড়ি পৌরসভার মহিষভাঙ্গায় সম্পন্ন হয়েছে। গত ২৫ আগষ্ট শরিফুল ইসলাম কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার কুলখানিতে দশ সহস্রাধিক মানুষের অংশ গ্রহণ করেন।
কুলখানি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী স্থাণীয় সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস প্রেস, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা যুবলীগের আহ্বায়ক জুলফিকার মতিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাহাবুল আলম, সাধারণ সম্পাদক মানিক রায়হান প্রমূখ।
পৌর মেয়র কেএম জাকির হোসেন বলেন, শরিফুল ভাই ছিলেন আমার অভিভাবক। বাবা মারা যাওয়ার পর তিনিই আমাকে বাবার ছায়া দিয়ে রাখতেন।
সাম্প্রতিক মন্তব্য