logo
news image

জেলা জামায়েতের সেক্রেটারী- থানা আমীরসহ ১৫ নেতা-কর্মী আটক

নিজস্ব প্রতিবেদকবড়াইগ্রাম নাটোর

নাটোরের বড়াইগ্রাম থেকে জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক সাদেকুর রহমান,  উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আবুল হোসাইনসহ ১৫ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। রোববার সন্ধায় উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের জালশুকা রাজাপুর গ্রামের মসজিদে গোপন বৈঠকের সময় তাদের আটক করা হয়। বড়াইগ্রাম থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুর রমিহ আটকের সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে পুলিশ সুপার মহোদয় বিস্তারিত জানাবেন।
আটককৃতরা হলেন শুরা সদস্য জামায়ত মনোনীত নাটোর-৪ আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ দেলোয়ার হোসাইন, জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক সাদেকুর রহমান, থানা আমীর অধ্যাপক আবুল হোসাইন, থানা সেক্রেটারী আবু বক্কর সিদ্দিক, নায়েবে আমীর আব্বাস আলী মাষ্টার, বায়তুল মাল সম্পাদক আমজাদ হোসেন মোল্লা, তরবিয়াত সম্পাদক জয়নাল আবেদীন, অফিস সম্পাদক জিয়াউর রহমান জুয়েল, বনপাড়া পৌর আমীর সেরাজুল ইসলাম কোরবার, নগর ইউপি দক্ষিণ আমীর সোলাইমান হোসেন, নগর ইউপি উত্তর আমীর নবীর উদ্দিন, গোপালপুর ইউপি আমীর হাবিবুর রহমান, বড়াইগ্রাম ইউপি সেক্রেটারী হাসানুল বান্না উজ্জল ও সদস্য আতিকুর রহমান।
পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম আরও জানান, এ বিষয়ে অল্প সময়ের মধ্যে পরবর্তীয় করণীয় বিষয়ে এসপি স্যার নির্দেশনা দিবেন। একই সাথে সাংবাদিকদের বিস্তারিত জানাবেন।

সাম্প্রতিক মন্তব্য

Top