logo
news image

বড়াইগ্রামে স্মরণ সভা

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম নাটোর
নাটোরের বড়াইগ্রাম উপজেলা আওয়ামীলীগের প্রয়াত সভাপতি আব্দুল জলিল প্রামাণিকের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা করেছে। মঙ্গলবার বিকেলে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে মৌখড়া উচ্চ বিদ্যালয় মাঠে ওই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগ সভাপতি ও স্থাণীয় সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস। সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন বনপাড়া পৌর মেয়র ও আওয়ামীলীগ সভাপতি কেএম জাকির হোসেন, বনপাড়া পৌর আওয়ামীলীগের সম্পাদক ও ভাইসচেয়ারম্যান আতাউর রহমান, আব্দুল জলিলের ছেলে আশরাফুল আলম প্রমূখ।

সাম্প্রতিক মন্তব্য

Top