logo
news image

ঈশ্বরদীর ঐতিহ্যবাহী মৌবাড়ি মন্দিরে দেবী দূর্গা আসনে অধিষ্ঠিত শারদীয় দূর্গোৎসব শুরু হলো

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
এতদঞ্চলের প্রাচীনতম ঈশ্বরদীর ঐতিহ্যবাহী মৌবাড়ি দূর্গা মন্দিরে মহামায়া মা দূর্গা আসনে অধিষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে বাঙ্গালি  হিন্দু সম্প্রদায়ের শারদীয় দূর্গোৎসবের সূচনা হলো। বুধবার রাত নয়টার দিকে ষষ্ঠি তিথিতে ১৭৫ বছরের প্রাচীনতম ঈশ্বরদীর মৌবাড়ি মন্দিরে দূর্গা প্রতিমাকে আসনে অধিষ্ঠিত করা হয়েছে। অনেক স্থানে দূর্গা পূজা হলেও এই মন্দিরের পূজার বিশেষ মাহত্য রয়েছে। অন্যান্য মন্দিরে দেবী দূর্গা শুধু তাঁর দুই ছেলে ও দুই মেয়ে এবং তাঁদের বাহন নিয়ে আসনে অধিষ্ঠিত হন। কিন্তু মৌবাড়ি মন্দির আদিকাল হতেই ব্যতিক্রম। এখানে ২২ পুতুলের প্রতিমা দিয়ে দূর্গা পূজা হয়। দেবী দূর্গার সাথে সত্য, ত্রেতা, দাপড় ও কলি যুগে আবির্ভূত ভগবানের অবতারদের মূর্তিও স্থাপন করা করে পূজা দেয়া হয়। সবার উপরে থাকে গঙ্গা দেবী। কলিযুগের পঞ্চতত্ত্ব দেবীর সাথে পূজা গ্রহন করেন। এই মন্দিরের পূজার মহিমার কারণে প্রতি বছর দূর দুরান্ত হতে ভক্তদের সমাগম ঘটে। স্থানীয় অন্য সম্প্রদায়ের কোন কোন মানুষ দেবীর আরাধনা করেন। মৌবাড়ি মন্দিরের কয়েকটি বিশেষত্ব রয়েছে। এর একটি হলো এখানে মানসিক পাঁঠা বলি দেয়া হয়। হিন্দু সম্প্রদায় ছাড়াও অন্য সম্প্রদায়ের মানুষও এখানে পাঁঠা মান্নত করে থাকেন।  
পঞ্জিকামতে বৃহস্পতিবার সারাদিনই ষষ্ঠি রয়েছে। কিন্তু কোন কোন মন্দির দিবাভাবে প্রতিমা আসনে প্রতিষ্ঠা করে না। তাই বুধবার রাতেই মৌবাড়িসহ ঈশ্বরদীর বেশীরভাগ মন্দিরে প্রতিমা আসনে প্রতিষ্ঠা করা হয়েছে। বৃহস্পতিবার বোধন। শুক্রবার সপ্তমী, শনিবার অস্টমী, রবিবার নবমী এবং সোমবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দূর্গোৎসব শেষ হবে।

সাম্প্রতিক মন্তব্য

Top