logo
news image

বড়াইগ্রামে সাপের কামরে বন্ধুসভার সদস্যের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম নাটোর
নাটোরের বড়াইগ্রামে বিষধর সাপের কামরে নাসিম আলী নিশাত (২২) নামে প্রথম আলো বন্ধুসভার সদস্যর মুত্যু হয়েছে। গতরাত সারে ১০ ঘটিকার সময় উপজেলার মাধাইমুড়ি গ্রামের এ ঘটনা ঘটে। নাসিম আলী নিশাত (২২) উপজেলা মাঝগাঁও ইউনিনের মাধাইমুড়ি গ্রামের আলমের ছেলে ও নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারী কলেজের হিসাববিজ্ঞান বিভাগের ২য় বর্ষের ছাত্র ও প্রথম আলো বন্ধুসভার কার্যনিবাহী সদস্য।
পারিবারিক সুত্রে জানাযায়, করোনার ছুটির কারনে নিশাত বাড়িতে অবস্থান করছিল। বাড়ির অনান্য সদস্যরা তাকে রেখে ঘুরতে গিয়েছিল। রাতে তার বাড়ি পাশে রাস্তায় দাড়িয়ে মোবাইলে ফোনে কথা বলা অবস্থা পিছন থেকে বিসাক্ত সাপ পায়ে কামড় দেয়। বাড়ি গিয়ে শরীর অসুস্থতা মনে হলে প্রতিবেশীদের জানায়। অবস্থার অবনতী হলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকাসহ বন্ধুসভার সদস্যেরে মধ্যে গভীর শোক নেমে এসেছে।

সাম্প্রতিক মন্তব্য

Top