logo
news image

বড়াইগ্রামে মুক্তিযোদ্ধা জিন্নাহর স্বরণসভা

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম নাটোর

নাটোরের বড়াইগ্রামে ডিকে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আওয়ামীলীগ নেতা, চান্দাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা আতাউর রহমান জিন্নাহর প্রথম বার্ষিকী উপলক্ষ্যে স্বরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধায় চান্দাই ইউনিয়ন আওয়ামীলীগ এই কর্মসূচীর আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী উপস্থিত ছিলেন।
দিয়ার গাড়ফা ডি,কে মদিনাতুল উলুম মাদ্রাসা মাঠে চান্দাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শামসুজ্জামান গোলাম মাষ্টার এর সভাপতিত্বে সম্পাদক আমিনুল ইসলাম ইন্তাজের সঞ্চালনায় বিশেস অতিথি হিসেবে বক্তৃতা করেন গুরুদাসপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম সরকার, গুরুদাসপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনিসুর রহমান সরকার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল বারী রফিক, জেলা পরিষদ সদস্য মুক্তিযোদ্দা আবু বক্কর সিদ্দিক, আবুল কালাম জোয়াদ্দার, জোনাইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম।
পরিবাদের সদস্য হিসেবে স্মৃতীচারণ মুলক বক্তৃতা করেন স্ত্রী শাহনাজ পারভীন, মেয়ে তোয়া ও ভাই আনিসুর রহমান বিশ্বাস।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রবীণ আওয়ামীলীগ নেতা আব্দুস সোবাহান প্রামানিক, জোনাইল ইউনিয়ন আওয়ামীরীগের সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন মাষ্টার, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী, চান্দাই ইউনিয়ন আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ওয়াদুদ সরকার প্রমূখ।
সভায় বক্তাগণ আগামী ইউনিয়ন পরিষদের নির্বাচনে আতাউর রহমান জিন্নাহর উত্তরসুরী হিসেবে ভাই আনিসুর রহমান বিশ্বাসের নাম ঘোসনা করেন।

সাম্প্রতিক মন্তব্য

Top