logo
news image

ফুডপ্যান্ডা এখন নাটোরে

নিজস্ব প্রতিবেদক।।
এখন থেকে কাঁচাগোল্লা খ্যাত নাটোরবাসীর পছন্দের রেস্টুরেন্টের খাবার মুহুর্তেই ঘরের দরজায় পৌঁছে দিবে দেশের জনপ্রিয় অনলাইন খাবার সরবরাহকারী ফুডপ্যান্ডা। বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২০) থেকে ফুডপ্যান্ডা নাটোর শহরে যাত্রা শুরু করেছে।
ভোজন বিলাসী রাজ-রাজাদের রাজকীয়তায় সমৃদ্ধ কাঁচাগোল্লা খ্যাত নাটোর জেলায় রয়েছে একাধিক দর্শনীয় স্থান। এরমধ্যে উত্তরা গণভাবন, রাণী ভবানীর রাজ বাড়ি, দয়ারামপুর রাজবাড়ি, ফকিরচাঁদ গোঁসাইজির আশ্রম ও চলনবিল অন্যতম উল্লেখযোগ্য। এ ছাড়াও জীবনানন্দ দাসের সর্বশ্রেষ্ঠ ‘বনলতা সেন’ কবিতার রহস্যময় চরিত্রের শহর নাটোর শিল্প-সাহিত্যে-সংস্কৃতির এক উর্বর বিচরণ ভূমি।
নাটোরে যাত্রা শুরু প্রসঙ্গে ফুডপ্যান্ডা বাংলাদেশ- এর সিইও আম্বারিন রেজা বলেন, “পর্যায়ক্রমে গ্রাহকদের উল্লেখযোগ্য সাড়া অর্জনের পর আমরা আমাদের সেবা সারা দেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছি। তারই অংশ হিসেবে ফুডপ্যান্ডা এখন নাটোরে। এখন থেকে নাটোর শহরের মানুষের পছন্দের সব রেস্টুরেন্টের খাবার মুহুর্তেই ঘরের দরজায় পৌঁছে দিবে ফুডপ্যান্ডা। এ সেবা শুরুর মাধ্যমে ওই এলাকায় নতুন কর্মসংস্থানে সৃষ্টি হচ্ছে।”
বাংলাদেশের সর্ববৃহৎ ফুড ডেলিভারি অ্যাপ ফুডপ্যান্ডা মূলত ভোজনরসিকদের ভোজনকে আরও আরামদায়ক ও উপভোগ্য করে তোলার লক্ষ্যে স্থানীয় রেস্টুরেন্টগুলোর সাথে সমন্বয় করে গ্রাহকের পছন্দের খাবার দোরগোড়ায় পৌঁছে দেয়। বর্তমানে ফুডপ্যান্ডা’র রাইডাররা বাংলাদেশের ৪১টি শহরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ও বিভিন্ন রেস্টুরেন্টের খাবার সরবরাহ করছে।
ফুডপ্যান্ডা অ্যাপ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন-  https://www.facebook.com/foodpandaBangladesh

সাম্প্রতিক মন্তব্য

Top