logo
news image

লালপুরে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক।। 
নাটোরের লালপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সাজাপ্রাপ্ত আসামি মনিরুজ্জামান ( লেবু)  (২৫) নামের একজন কে গ্রেফতার  করে আদাালতে প্রেরণ   করেছে। 
লালপুর থানা পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায় (৩ সেপ্টেম্বর) রাতে লালপুর উপজেলা বালিতিতা ইসলাম পুর গ্রামের সোহাগ মালিথার পুত্র মনিরুজ্জামান লেবু(২৫)  মাদক মামলায় ৬ মাস সাজাপ্রাপ্ত পলাতক আসামি রামকৃষ্ণ পুর চিনিবটতলায় চায়ের দোকানে বসে আছে। এমন খবর লালপুর থানা পুলিশ জানতে পেয়ে    এ এস আই সরাফত আলী তাকে আটক করে (৪ সেপ্টেম্ব)  শুক্রবার নাটোর আদালতে প্রেরণ করেছেন 
এ ব্যাপারে লালপুর থানা পুলিশের ওসি তদন্ত ফজলুর রহমান জানান ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মনিরুজ্জামান কে আটক করে শুক্রবার পুলিশ স্কটের মাধ্যমে  নাটোর  কোটে প্রেরণ করা হয়েছে      

সাম্প্রতিক মন্তব্য