বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি শীর্ষক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
নিজস্ব প্রতিবেদক।।
নাটোরের লালপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি শীর্ষক প্রতিযোগিতা-২০১৯ এর বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানাযায়, মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২০) লালপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি প্রতিযোগিতায় লালপুর উপজেলায় ১ম স্থান অধিকার করেছে কলসনগর উচ্চ বিদ্যালয়, ২য় রহিমপুর উচ্চ বিদ্যালয় ও ৩য় হয়েছে করিমপুর সরকারি উচ্চ বিদ্যালয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সা'দ আহমাদ শিবলী। এছাড়াও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।
সাম্প্রতিক মন্তব্য