বিএনপির ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
নিজস্ব প্রতিবেদক।।
বিএনপির ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নাটোরের লালপুর উপজেলা বিএনপি, গোপালপুর পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে লালপুরের গৌরীপুরে কেক কাটা আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
দলীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২০) নাটোরের লালপুরের গৌরীপুরে প্রয়াত সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের বাসভবন চত্বরে বিএনপির ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে গোপালপুর পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন কচির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, লালপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনর রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও গোপালপুর পৌর মেয়র নজরুল ইসলাম মোলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান ছিদ্দিক আলী মিষ্টু প্রমুখ।
উপস্থিত ছিলেন, লালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম লুলু, ২নং ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ রঞ্জু, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম, আব্দুল বারী বাবলা, জাহাঙ্গীর হোসেন ও আসলাম হোসেন প্রমুখ।
বিএনপির ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লালপুর উপজেলা ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা কেক কাটা ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লালপুর উপজেলা ছাত্রদলের অন্যতম ছাত্রনেতা আবু রায়হান, সাবেক ছাত্রনেতা মাইনুল ইসলাম, সজিব আহমেদ, ছাত্রনেতা সুমন আহমেদ ইব্রাহিম আলী, শিরফান সানা পিন্টু প্রমুখ।
এ সময় সাবেক মন্ত্রী ফজলুর রহমান পটলের কবর জিয়ারত ও দোয়া করা হয়।
সাম্প্রতিক মন্তব্য