logo
news image

বড়াইগ্রাম বড়াল নদীতে পরে ৫ বছরের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম নাটোর
নাটোরের বড়াইগ্রামে বড়াল নদীতে পরে সারোয়ার হোসেন (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সারে ৮টার দিকে উপজেলা বড়াইগ্রাম পশ্চিম পাড়া গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। শিশু সারোয়ার উপজেলার বড়াইগ্রাম পশ্চিম পাড়া গ্রামের মজর আলীর ছেলে।
স্থানীয় কাউন্সিলন রফিকুল ইসলাম জানান, সকালে মজর আলী ও তার স্ত্রী তাদের শিশুকে নিয়ে বাড়ীর পাশে বড়াল নদীতে পাটের আঁশ ছড়ানোর কাজ করতে ছিল। সবার অগোচরে শিশুটি পানিতে পরে যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎষক তাকে মৃত ঘোষনা করে।
বড়াইগ্রাম থানার পুলিশ পরিদর্শক দিলিপ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সাম্প্রতিক মন্তব্য

Top