logo
news image

ঈশ্বরদীর আ: লীগ নেতাদের সাথে নিয়ে মনোনয়ন ফরম নিলেন লিটন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধিঃ
পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের উপনির্বাচনে  ঈশ্বরদী পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাদের সাথে নিয়ে  মনোনয়ন ফরম সংগ্রহ  করেছেন সাবেক ছাত্রনেতা ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম লিটন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১১টায়  রাজধানীর ধানমন্ডি দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এসময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌর আ’লীগের সাধারণ সম্পাদক ইছাহক আলী মালিথা, সাহাপুর ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি আকাল সরদার,সলিমপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক নায়েক (অবঃ) এম এ কাদের, সহ-সভাপতি আমিরুল ইসলাম, মুলাডুলি ইউনিয়ন আ’লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান  ফান্টু মন্ডল, সহ-সভাপতি আব্দুল খালেক জোয়াদ্দার, মুলাডুলি ইউনিয়ন যুবলীগের সভাপতি মিলন খন্দকার প্রমূখ নেতৃবৃন্দ।
প্রসঙ্গত: গত ২রা এপ্রিল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় পাবনা-৪ আসনের পাঁচ বারের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, সাবেক ভুমিমন্ত্রী শামসুর রহমান শরীফ মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর পর পাবনা-৪ আসনটি শূন্য ঘোষণা করা হয়।

সাম্প্রতিক মন্তব্য