logo
news image

জাতীয় শোক দিবস উপলক্ষে কদিমচিলানে আলোচনা সভা ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক।।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস  উপলক্ষে নাটোরের লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়নের  পৃথক পৃথক স্থানে  আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
 
দলীয় সূত্রে জানা যায়, সোমবার (১৭আগস্ট-২০২০) বিকেলে লালপুর উপজেলার  নাওদাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়  মাঠে ৫ - ৬নং ওয়ার্ড আওয়ামীগের আয়োজনে  নিজাম উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নাটোর-১ (লালপুর-বাগাতীপাড়া) আসনের সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম বকুল।
পৃথক পৃথক আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত  ছিলেন, লালপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইস্কেন্দার মির্জা, সাধারণ সম্পাদক আ.স.ম মাহমুদুল হক মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক ও নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক ইউনিয়নের সভাপতি  গোলাম কাউছার, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. আলাউদ্দিন আলাল, সাংগঠনিক সম্পাদক খাইরুল বাশার ভাদু, ২নং ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম জয়, লালপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হাসান তনু,
নাটোর জেলা তাঁতী লীগের সহ-সভাপতি আলতাব হোসেন কুটি,  যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন রিপন, কদিমচিলান ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাজাহান আলী, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি  জহুরুল ইসলাম নবী,  আব্দুল মান্নান  প্রমুখ।  
এসময় বিভিন্ন পর্যায়ের  দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন । আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু সহ সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
এছাড়াও কদিমচিলান ইউনিয়নের সেকচিলান উচ্চ বিদ্যালয় মাঠে  ও দ্যাইড়পাড়া বাজার এলাকায়  আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সাম্প্রতিক মন্তব্য