logo
news image

শেখ হাসিনা শাসক নয় সেবক এমপি বকুল

নিজস্ব প্রতিবেদক।।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাসক নয়, তিনি এ দেশের একজন সেবক। দেশের জন্যই তিনি বঙ্গবন্ধুসহ পরিবারের সবাইকে হারিয়েছেন। তিনি বলেন, 'আসুন আমরা আত্ন তুষ্টি না ভুগে নিঃস্বার্থভাবে দেশের কল্যাণে কাজ করি'। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে নাটোরের বাগাতিপাড়ায় পৃথক আলোচনা সভায় নাটোর- ১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন । তিনি আরও বলেন, মানুষের অধিকার হরন করে যারা অবৈধ অর্থের পাহাড় গড়েছে তারা বঙ্গবন্ধুর চেতনাকে বিশ্বাস করেনা। যারা রাস্তার মোড়ে মোড়ে শ্রমিকের ঘাম ঝরানো টাকা চাঁদাবাজি করে পকেটে ভরেছে তারা বঙ্গবন্ধুর চেতনাকে বিশ্বাস করতে পারেনা। তাই দূর্নীতি মুক্ত, মাদক মুক্ত একটি অসাম্প্রদায়িক উন্নত বাংলাদেশ গড়তে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে একযোগে কাজ করার আহবান জানান তিনি।
রোববার (১৬ আগস্ট) বিকালে দয়রামপুর ইউনিয়ন আওয়ামিলীগ ও তার অঙ্গ সংগঠনের আয়োজনে উপজেলার দয়ারামপুর বাজার ও চাঁদপুর রফাতুল্যা সোনার উচ্চ বিদ্যালয় মাঠে এবং সোনাপুর আওয়ামিলীগ ও অঙ্গ সংগঠন আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এসব কর্মসূচীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রউফ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান খোদিজা বেগম শাপলা, জেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক ইউনুস আলী, উপজেলা মহিলা লীগের সভানেত্রী ফরিদা পারভীন, নাটোর জেলা তাঁতী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাঘা, ছাত্রলীগ নেতা আতিক হাসান বিদ্যুৎ, শহিদুল ইসলাম মোল্লাসহ স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।আলোচনা শেষে বঙ্গবন্ধু সহ সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

সাম্প্রতিক মন্তব্য