logo
news image

লালপুরে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক।।
১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নাটোরের লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
এছাড়াও লালপুর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের আয়োজনে দিবসটি যথাযোগ্য মর্যদায় পালিত হয়।
লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (১৫ আগস্ট ২০২০) উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বকুল।
সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাম্মী আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ হুমায়ুন কবির, মুক্তিযোদ্ধা মাজদার রহমান, উপজেলা স্বাস্থ্যও পরিবার পরিকল্পনা অফিসার মো. আমিনুল ইসলাম, লালপুর থানার অফিসার ইনচার্জ মো. সেলিম রেজা, নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কাউছার, মাহমুদুল হক মুকুল প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সা’দ আহমাদ শিবলী।
এ সময় উপস্থিত ছিলেন, লালপুর থানার ওসি (তদন্ত) ফজলুর রহমান, সাবেক সংসদ সদস্য শহীদ মমতাজ উদ্দিনের পুত্র শামীম আহমেদ সাগর, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইস্কেন্দার মির্জা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলাল, সাংগঠনিক সম্পাদক খাইরুল বাশার ভাদু, প্রচার সম্পাদক আনিসুজ্জামান বাবু, উপজেলা যুবলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু, নাটোর জেলা তাঁতী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাঘা প্রমুখ। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন ।
সভায় ৫জন যুব মহিলার মাঝে ৩০ হাজার টাকা করে এক লাখ ৫০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়। শেষে দোয়া অনুষ্ঠিত হয়।

সাম্প্রতিক মন্তব্য

Top