logo
news image

আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট ইউসুফ আলী আর নেই

নিজস্ব প্রতিবেদক।।
নাটোরের লালপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, নাটোর জেলা আওয়ামী আইনজীবী পরিষদের সাবেক সভাপতি, বিশিষ্ট আইনজীবী এ্যাড. ইউসুফ আলী সোমবার (১০ আগস্ট ২০২০) সকাল ৭টার দিকে নাটোরে তার নিজস্ব বাসভবনে  শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বিকেল ৪টায় দাঁইড়পাড়া স্কুল মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।
তাঁর মৃত্যুতে লালপুর উপজেলা পরিষদ চেয়ায়ারম্যান ইসাহাক আলী এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে পরিবার বর্গের প্রতি সমবেদনা জানান। এ ছাড়া তাঁর মৃত্যুতে লালপুর উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছে।

সাম্প্রতিক মন্তব্য

Top