logo
news image

বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঈশ্বরদীতে পায়রা অবমুক্তকরণ ও মাস্ক বিতরণ

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছার ৯০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় নেতা ও শিল্পপতি জালাল উদ্দিন তুহিনের উদ্যোগে ঈশ্বরদীতে পায়রা অবমুক্তকরণ ও মাস্ক বিতরণ করা হয়েছে। রবিবার সকালে বাংলাদেশ আখ গবেষণা ইনস্টিউটে বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে পায়রা অবমুক্তকরণের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। পরে ৭টি ইউনিয়নে ৯০টি পায়রা অবমুক্ত ও সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণ করা হয়েছে।
 বঙ্গমাতাকে শ্রদ্ধাভরে স্মরণ করে জালাল উদ্দিন তুহিন বলেন, বঙ্গমাতার দূরদর্শিতা বাংলাদেশের স্বাধীনতার পথ খুলে দিয়েছিল। স্বাধীনতার জন্য বঙ্গমাতার মহান ত্যাগ ইতিহাসে চিরভাস্মর হয়ে আছে।
এসময় পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইমরুল কায়েস দারা, বিএসআরআই-এর কর্মচারী লীগের সাংগাঠনিক সম্পাদক নাজমুল হুদা,যুবলীগ নেতা সাজদার রহমান মুকিম, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ছাত্রলীগ নেতা সোহানুর রহমান সোহান, ছাত্রলীগ নেতা খালিদ হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক মন্তব্য

Top