logo
news image

ভেজাল গুড়ের কারখানাতে র‌্যাবের অভিযান

নিজস্ব প্রতিবেদক।।
নাটোরের লালপুরে ভেজাল গুড়ের কারখানাতে র‌্যাবের অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করেছে।
র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তি জানায়, সিপিসি-২, নাটোর র‌্যাব ক্যাম্পের একটি বিশেষ অপারেশন দল কোম্পানী কমান্ডার, এএসপি মো. রাজিবুল আহসান এর নেতৃত্বে বুধবার (৫ আগস্ট ২০২০) সন্ধ্যায় নাটোর জেলার লালপুর থানাধীন বালিতিতা ইসলামপুর গ্রামস্থ এলাকায় অভিযান পরিচালনা করে ভেজাল গুড় তৈরী ও সংরক্ষণ করার অপরাধে (ক) ভেজাল গুড়-৭৫০০ কেজি, (খ) ফিটকারী-০৩ কেজি, (গ) ডালডা-০৪ কেজি, (ঘ) হাইড্রোজ-০২ কেজি, (ঙ) চুন-৭০ কেজি, (চ) ক্ষতিকারক রং-০২ লিটার সহ আসামী ১। মোঃ তুহিন (৩০), পিতা- মোঃ মনসুর, ২। মোঃ জিয়াউর রহমান (৪০), পিতা-জলিল ব্যাপারী, উভয় সাং- বালিতিতা ইসলামপুর, থানা-লালপুর, জেলা-নাটোরদ্বয়কে আটক করে।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট উম্মুল বানীন দ্যুতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা, লালপুর, নাটোর ভ্রাম্যমান আদালত পরিচালনা পূর্বক উক্ত ০১ নং ও ০২ নং আসামীর প্রত্যেকের ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা করে সর্বমোট ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা জরিমানা করেন। উল্লেখ্য যে, ভ্রাম্যমান আদালতের নির্দেশে জব্দকৃত আলামত ধ্বংস করা হয়েছে।

সাম্প্রতিক মন্তব্য