logo
news image

ঈশ্বরদী প্রেসক্লাবে গালিব শরীফের সাংবাদিকদের সাথে ঈদ পূর্ব শুভেচ্ছা বিনিময়

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগ নেতা ও প্রয়াত সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের পুত্র গালিবুর রহমান শরীফ ঈশ্বরদী প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে ঈদ পূর্ব শুভেচ্ছা বিনিময় করেছেন। বৃহস্পতিবার রাতে প্রেসক্লাবে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করে প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু। সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল বাতেনের সঞ্চালনায় আলোচনায় অংশ গ্রহন করেন, সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম, এস এম ফজলুর রহমান, সিনিয়র সাংবাদিক মাহাবুবুল হক দুদু, সহ-সভাপতি কে এম আবুল বাশার, সহ-সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শফিউল আলম বিশ্বাস, সাপ্তাহিক ঈশ্বরদীর সম্পাদক ও সমকাল প্রতিনিধি সেলিম সরদার, ক্রীড়া সম্পাদক ও দাশুড়িয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলাম, সাহিত্য-সংস্কৃতি সম্পাদক আতাউর রহমান বাবলু, প্রথম সকালের সম্পাদক মহিদুল ইসলাম, সাবেক সাংগাঠনিক সম্পাদক ওহিদুজ্জামান টিপু ও নির্বাহী সদস্য আক্তারুজ্জামান মিরু।
এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম রাজা, সিনিয়র সাংবাদিক ও সমস্বর সম্পাদক এম এ কাদের, কোষাধ্যক্ষ মিশুক প্রধান, সাংগাঠনিক সম্পাদক আমিরুল ইসলাম রিংকু, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলমাস আলী, ক্রীড়া সম্পাদক আমিরুল ইসলাম, জনদৃষ্টির সম্পাদক জাহাঙ্গির হোসেন, প্রেসক্লাব সদস্য মাহফুজুর রহমান শিফন, সাইদুল ইসলাম লাল্টু, ঈশ্বরদী নিউজ টুয়েন্টিফোরের সম্পাদক আসাদুজ্জামান আসিফ, সাংবাদিক ওয়াহেদ আলী সিন্টু, দৈনিক বাংলাদেশের খবরের গোপাল অধিকারী, ফটো সাংবাদিক সাকিবুর রহমান সাকিব প্রমূখ।

সাম্প্রতিক মন্তব্য