logo
news image

ঈশ্বরদী ও আটঘোড়িয়ায় ব্যারিষ্টার জিরুর স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
করোনা ভাইরাস পরিস্থিতিতে সম্মুখ সমরের যোদ্ধা ঈশ্বরদী ও আটঘোরিয়ার স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরতদের মধ্যে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। আওয়ামী লীগ নেতা ও সাবেক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা ব্যারিষ্টার সৈয়দ আলী জিরুর ব্যক্তিগত উদ্যোগে বুধবার বিকেলে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার ও স্বাস্থ্য কর্মীদের হাতে এই সুরক্ষা সামগ্রী তুলে দেয়া হয়। এরআগে মঙ্গলবার বিকেলে আটঘোরিয়ায় সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। এসামগ্রীর মধ্যে ছিলো পিপিই, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও সেফটি গগলস।
এসময় উপস্থিত ছিলেন আটঘোরিায়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আটঘোরিয়ার পৌরসভার চেয়ারম্যান শহিদুল ইসলাম রতন, ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসমা খান, ডাঃ জেড এম ফয়েজ, পাবনা জেলা আখ চাষী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আনসার আলী ডিলু, যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান তুফান, ইফতেখাইরুল ইমন, মেহেদী হাসান প্রমূখ।

সাম্প্রতিক মন্তব্য