logo
news image

করোনামুক্ত হলেন ঈশ্বরদী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও তাঁর স্বামী মোস্তাফিজুর রহমান

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
ঈশ্বরদী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আফরোজা বেগম ও তাঁর স্বামী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান করোনা মুক্ত হয়েছেন। মঙ্গলবার অধ্যক্ষ আফরোজা বেগম ফোনে করোনা মুক্ত হওয়ার খবর ফোনে নিশ্চিত করেছেন।
 গত ১৯ জুলাই ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে রাজশাহী ল্যাবের প্রাপ্ত রিপোর্টে আমাদের করোনা পজিটিভ রিপোর্ট আসে। এসময় সামান্য জ¦রসহ কিছু শারীরিক সমস্যা দেখা দিলেও মোস্তাফিজুর রহমানের কোন উপসর্গ ছিলো না। এই অবস্থায় অধ্য ঢাকায় যেয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। সেখানে কয়েকদিন চিকিৎসা গ্রহনের পর উন্নতি হলে আবারো করোনা টেষ্ট করা হয়। মঙ্গলবার পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে বলে জানা গেছে।
অধ্যক্ষ আফরোজা বেগম জানান, আমরা দুজনেই সুস্থ এখন আছি। এই রিপোর্ট পাওয়ার পর আরো স্বস্তি বোধ করছি। আমাদের করোনা পজিটিভের খবর ঈশ্বরদীতে প্রকাশ হওয়ার পর অনেকেই আমাদের জন্য দোয়া করেছেন। এজন্য আমরা সকলের প্রতি কৃতজ্ঞ। অচিরেই আমরা ঈশ্বরদীতে আসবো বলে তিনি জানিয়েছেন।

সাম্প্রতিক মন্তব্য