logo
news image

বড়াইগ্রামে ধর্ষনের অভিযোগের প্রাইভেট শিক্ষক আটক

নিজস্ব  প্রতিবেদক  বড়াইগ্রাম নাটোর
নাটোরের বড়াইগ্রামে ধর্ষণের অভিযোগে জুলফিকার আলী (৫৫) নামের এক প্রাইভেট শিক্ষককে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার উপজেলার খাকষা গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক শিক্ষক উপজেলার খাকসা গ্রামের মৃত  মোজাহার সরকারের ছেলে।
বড়াইগ্রাম থানা সুত্রে জানাযায়, তিন বছর ধরে প্রাইভেট পড়ানোর কৌশলে মেয়েটির সাথে প্রেমের সম্পর্ক তৈরী মাধ্যমে একাধীক বার ধর্ষণ এবং মোবাইল ফোনে অশ্লীল ছবি ধারন করে। অশ্লীল ছবি শিক্ষকের মোবাইল ফোন হইতে সামাজিক যোগাযোক মাধ্যমে ভাইরাল হয়। মেয়েটির বাবা থানায় অভিযোগ করলে অভিযুক্তকে আটক করে।
মেয়েটি বলেন, আমাকে কৌশলে ফাঁদে ফেলে যৌন সম্পর্ক স্থাপন ও অশ্লীল ছবি মোবাইল ফোনে ধারন করে। পরে ঐ ছবির ভয় দেখিয়ে একাধীক সময় আমার সাথে যৌন সম্পর্ক করে। 
অভিযুক্ত শিক্ষক বলেন, প্রায় দুই বছর যাবত সম্পর্ক গড়ে উঠে। উভয়ের ইচ্ছাতেই শারীরিক সম্পর্ক হয়। তবে তাকে বাধ্য করার বিষয়টি সঠিক নয়। 
বড়াইগ্রাম থানার পরিদর্শক দিলিপ কুমার দাস বলেন, অভিযুক্ত শিক্ষকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সাম্প্রতিক মন্তব্য

Top