logo
news image

মঞ্জুর রহমান বিশ্বাস আওয়ামী লীগে যোগদান করেনি -.ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগ

ঈশরদী (পাবনা) প্রতিনিধিঃ

নব্বইয়ের গণদুশমন মঞ্জুর রহমান বিশ্বাস আওয়ামী লীগে যোগদান করেনি বলে বৃহস্পতিবার ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগ প্রেরীত এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছেগত ২৩ শে জুন সাপ্তাহিক ঈশ্বরদী পত্রিকায় আসছে উপ-নির্বাচনে পাবনা-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন মঞ্জুর রহমান বিশ্বাস শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়ে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ জুলমত হোসেন স্বাক্ষরিত এই প্রেস বিবৃতিতে বলা হয়, ‘১৯৮৮ সালে স্বৈরাচার সরকারের ভোটার বিহীন নির্বাচনের সাংসদ মঞ্জুর রহমান বিশ্বাসকে ১৯৯০ সালে ঈশ্বরদী পুরাতন বাসস্ট্যান্ডে আওয়ামী জোট উম্মুক্ত জনসভায় ঈশ্বরদী-আটঘরিয়ার এক নম্বর গণদুশমন হিসেবে ঘোষনা করেদীর্ঘ পথ-পরিক্রমা অতিক্রম করে ঔই গণদুশমন আবারো নিজেকে আওয়ামী লীগের পরিচয় দিয়ে হাজির হয়েছেআসন্ন উপ-নির্বাচনে পাবনা-৪ আসনে প্রার্থী হয়ে আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন বলে ঘোষণা দিয়ে আওয়ামী লীগ ও সাধারণ জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত হয়েছেসাপ্তাহিক ঈশ্বরদী পত্রিকায় প্রকাশিত সংবাদে তিনি জাতীয় পার্টি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিয়েছেন বলে উল্লেখ করা হয়েছেএই বিষয়ে আমাদের বক্তব্য হলো, ঈশ্বরদী উপজেলা, পাবনা জেলা ও কেন্দ্রীয় আওয়ামী লীগেরর কোথাও তার যোগদানের কোন ঘটনা ঘটেনিবিষয়টি সম্পূর্ণ মিথ্যাচারিতাএছাড়াও ওই সংবাদে বলা হয়, সর্বশেষ বির্নাচনে তিনি সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর নির্বাচনী কার্যক্রমে দলের হয়ে অন্যতম ভূমিকা পালন করেছেনআরও বলা হয় ২০১৮ সালের নির্বাচনে তিনি প্রধান নির্বাচনী সমন্বয়ের দায়িত্ব পালন করেনএই বিষয়টিও ডাহা মিথ্যা

বিবৃতিতে আরো বলা হয়, ‘আওয়ামী লীগ একটি বৃহত্তম রাজনৈতিক সংগঠনদলে এমন কোন সংকট সৃষ্টি হয়নি যে, একজন গণদুশমন দিয়ে আওয়ামী লীগ নির্বাচনী সমন্বয়ের দায়িত্ব পালন করাবেতাছাড়া আওয়ামী রাজনীতির সাথে যুক্ত নয় বহিরাগত কোন ব্যক্তিকে দল নির্বাচনী কৌশল অবলম্বন করে নির্বাচনী বৈতরনী পাড় করবে, এমন সংকটও ঈশ্বরদী আওয়ামী লীগের নেইউল্লেখিত বিষয়াদি ছাড়াও প্রকাশিত সংবাদের সম্পূর্ন অংশেই মিথ্যাচার করা হয়েছেআমরা মঞ্জুর রহমান বিশ্বাসের ধৃষ্ঠতাপূর্ণ এ ধরনের অপপ্রচারের তীব্র প্রতিবাদ, ধিক্কার ও নিন্দা জ্ঞাপন করছি

সাম্প্রতিক মন্তব্য

Top