logo
news image

ঈশ্বরদীতে সিসিডিবি’র উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
সিসিডিবি ঈশ্বরদী’র আয়োজনে দুঃস্থ ও নিম্নআযের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এ্যাক্টএ্যলাইন্স এর অর্থায়নে বুধবার গোকুলনগরে নিজস্ব কার্যালয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে সিসিডিবি ফোরামের  ১৫০ জন মানুষের হাতে চাল, ডাল তেল, লবন ও সাবান তুলে দেয়া হয়। এসময় উপজেলা সমাজ সেবা অফিসার মাসুদ রানা, সিসিডিবি’র এরিয়া ম্যানেজার ডা: নাঈমা সুলতানা, সিনিয়র প্রোগ্রাম অফিসার রুবেন মধু, কর্মসূচি কর্মকর্তা সুদীপ মন্ডল, হিসাব কর্মকর্তা গার্বিয়েল শিকদার, সমাজ সংগঠক সাবিত্রি মন্ডল ও পারভীন সুলতানা উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক মন্তব্য