logo
news image

লালপুরে নো মাস্ক নো এন্ট্রি অভিযান

নিজস্ব প্রতিবেদক।  ।
নাটোর লালপুরের ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির উদ্যোগে, নিত্য প্রয়োজনীয় জিনিস নিতে ওয়ালিয়া বাজারে আসা এবং বিভিন্ন এলাকা থেকে চলাচলকারি ব্যক্তিদের "মাস্ক" পরিহিত আছে কিনা তা নিশ্চিতকরণে এক অভিযান পরিচালনা করা হয়।
রবিবার(২১ জুন) বিকেলে ওয়ালিয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। বিভিন্ন এলাকা থেকে আশা গণপরিবহন সহ পথচারীদের সরকারি নির্দেশনা অনুযায়ী প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে "মাস্ক" পরা আবশ্যক, এই বিষয়টি সামনে রেখে সকলকে মাস্ক পর়ার উপকারিতা বিষয়ে দিকনির্দেশনা দেয়া হয়।
এ বিষয়ে ওয়ালিয়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ শাহেদ আল মামুন জানান- প্রয়োজনে বাইরে আসলে অবশ্যই "মাস্ক" পরিধান করতে হবে, তিনি আরো জানান- যারা মাস্ক পরিধান করে আছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা মাস্ক পরিধান করে নেই তাদেরকে মাস্ক কিনে পর়ার পরামর্শ দিচ্ছি, এছাড়াও নিম্নবিত্ত মানুষের মাঝে ফ্রী মাস্ক বিতরণ করেছি।
এই অভিযান কে সাধুবাদ জানিয়ে সকলকে মাস্ক পরিধানে উৎসাহিত করার লক্ষ্যে ওয়ালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনিসুর রহমান মাস্টার দুই বক্স মাস্ক উপস্থিত মাস্ক বিহীন ব্যক্তিদের মাঝে বিতরণ করেন।

সাম্প্রতিক মন্তব্য

Top