logo
news image

রাজ-শুভশ্রীর আংটি বদল

আংটি বদল সারলেন রাজ-শুভশ্রীঅভিমান সিনেমার সেট থেকেই দুজনের প্রেম শুরু। কিন্তু টালিগঞ্জ ইন্ডাস্ট্রির সবাই জানতেন, নির্মাতা রাজ চক্রবর্তীর সঙ্গে সম্পর্ক রয়েছে মিমি চক্রবর্তীর। পরে রাজ ও অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের প্রেম নিয়ে নতুন করে কৌতুহল শুরু হয়। মঙ্গলবার সন্ধ্যায় সব জল্পনার অবসান হয়। এনগেজমেন্টের পাশাপাশি রেজিস্ট্রিও সেরে ফেললেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্য়ায়।


মিমি না শুভশ্রী, কাকে বেছে নেবেন রাজ, এ নিয়ে প্রশ্ন ছিল সবার মনে। জল্পনার অবসান ঘটিয়ে সাত পাকে বাঁধা পড়লেন রাজ চক্রবর্তী এবং শুভশ্রী। মঙ্গলবার আনন্দপুরে রাজের আরবানার ফ্ল্যাটে পরিবারের লোকজন এবং ঘনিষ্ঠ কয়েকজনের উপস্থিতিতে আংটি বদল করলেন এই জুটি। সারলেন বিয়েও। একেবারে ঘরোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাতেগোনা কয়েকজন ঘনিষ্ঠ ও পরিবারের সদস্যরা। সূত্রের খবর, ১১ মে আনুষ্ঠানিক ভাবে বিয়ের অনুষ্ঠান হবে। টুইটে দুজনের একটি সুন্দর ছবি পোস্ট করে রাজ চক্রবর্তী লেখেন, সারাজীবনের জন্য পথ চলা শুরু হল। সকলের আর্শীবাদ কাম্য। ছবিতে দেখা গিয়েছে, রাজ ও শুভশ্রীর হাতে রয়েছে এনগেজমেন্ট রিং।

সাম্প্রতিক মন্তব্য

Top