logo
news image

ঈশ্বরদীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
বিদ্যুৎপৃষ্ট হয়ে ঈশ্বরদীতে মাসুদ রানা (৩২) নামে এক কৃষকের মর্মান্তিক  মৃত্যু  হয়েছে। শুক্রবার   বিকেলে সলিমপুর ইউনিয়নের চরমিরকামারী গ্রামে নিজ বাড়িতে মুরগীর ঘরে বিদ্যুতের কাজ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ ওই গ্রামের নজরুল ইসলাম মালিথার ছেলে।
স্থানীয় ইউপি সদস্য হাফিজ খান বিষযটি নিশ্চিত করে জানান, মাসুদ একজন কৃষক। মাসুদের জনৈক নিকট আত্মীয় তাকে ছয়টি  মুরগী উপহার দিয়েছিল। সেই মুরগী রাখার ঘরে ফ্যান লাগাতে গিয়ে তিনি বিদ্যুৎপৃষ্ট হন।
সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা জানান, মেইন সুইচ বন্ধ না করে  বিদ্যুৎ না থাকাকালীন সময়ে মুরগির ঘরে বৈদ্যুতিক কাজ করছিলেন মাসুদ। কিন্তু মেইন সুইচ বন্ধ ছিলো না। হঠাৎ বিদ্যুৎ চলে আসলে সে তারের সাথে জড়িয়ে পড়ে। তাৎনিক উদ্ধার করে তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাম্প্রতিক মন্তব্য