logo
news image

ঈশ্বরদীর ৪৭৯ মসজিদে সরকারি প্রণোদনা

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
ঈশ্বরদী উপজেলার ৪৭৯ টি মসজিদে সরকারের নগদ প্রণোদনা বৃহস্পতিবার প্রদান করা হয়েছে। সাঁড়া মাড়োয়ারী উচ্চ বিদ্যালয়ে উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌরসভার মসজিদগুলোর ইমাম ও পরিচালনা কমিটির সভাপতি হাতে প্রণোদনা বাবদ নগদ পাঁচ হাজার টাকা করে তুলে দেয়া হয়।
ইসলামী ফাউন্ডেশনের মাধ্যামে এই অর্থ বিতরণে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাস এবং বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু। উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হানের সভাপতিত্বে সহকারী কমিশনার (ভূমি) মমতাজ মহল, থানার পরিদর্শক (তদন্ত) অরবিন্দ সরকার, ফাউন্ডেশনের ফিল্ড অফিসার আহসান হাবিবসহ পরিষদের অন্যান্য দপ্তরের কর্মকর্তা এসময় উপস্থিত ছিলেন।
ইউএনও শিহাব রায়হান বলেন, করোনা পরিস্থিতিতে প্রায় ২ মাস যাবত মসজিদগুলোতে সামাজিক দুরুত্ব বজায় রাখার স্বার্থে মুসুল্লীদের সমাগমে সরকারি বিধিনিষেধ রয়েছে। যেকারণে মসজিদের দৈনন্দিন আয় বন্ধ হয়ে যাওয়ায় সরকার মসজিদ পরিচালনার স্বার্থে এবং ইমাম-মোয়াজ্জিমদের কথা বিবেচনা করে ইসলামী ফাউন্ডেশনের এই অর্থ বরাদ্দ দান করেছে।

সাম্প্রতিক মন্তব্য

Top