logo
news image

বজ্রপাতে ঈশ্বরদীতে লিচু চাষীর প্রাণহানি

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
বজ্রপাতে ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের জয়নগর তেঁতুলতলা এলকায় মিজানুর (৪০) নামে এক লিচু চাষীর প্রাণহানির ঘটনা ঘটেছে। আজ বুধবার ভোর চারটার দিকে লিচু বাগানে বজ্রপাতের ঘটনা ঘটলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এলাকার মতি মালিথার পুত্র মিজান রাতে লিচু বাগান পাহারা দিচ্ছিল বলে জানা গেছে।
সলিমপুর ইউপি’র চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা বজ্রপাতে নিহত হওয়ার ঘটনা নিশ্চিত করেছেন। তিনি জানান, লিচু চাষী মিজান রাতে বাগান পাহারা দিচ্ছিল। গভীর রাতে ঝড়, বৃষ্টি এবং বিদ্যুৎ চমক ও গর্জন শুরু হয়। ভোর চারটার দিকে বাগানের মধ্যে বজ্রপাত ঘটলে মিজান বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। ঝড়-বৃষ্টি কমলে বাড়ির লোকজন মিজানের খোঁজে বাগানে যেয়ে মিজানকে বিদ্যুতে ঝলসানো মৃত অবস্থায় দেখতে পায়।

সাম্প্রতিক মন্তব্য