logo
news image

ব্রাক্ষ্মণবাড়িয়ায় ঈদের খাদ্য ত্রান দিয়েছে চায়না হারবার

ঈশ্বরদী প্রতিনিধিঃ
ব্রাক্ষ্মণবাড়িয়ায়র কসবা উপজেলায় দুই হাজার দরিদ্র পরিবারের জন্য ঈদের পূর্বে খাদ্যদ্রব্য ত্রাণ হিসেবে বিতরণ করা হয়েছে। খাদ্যদ্রব্যের ১০টন চাল, ২টন চিনি, ২ হাজার প্যাকেট সেমাই ও ২ টন আলু প্রদান করেছে চীনা প্রতিষ্ঠান- চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানী লিমিটেড। চায়না হারবার বাংলাদেশ-এর প্রধান সমন্বয়ক সাহেদ রমজান সম্প্রতি কসবা উপজেলার চেয়ারম্যান রাশেদুল কায়সার ভুঁইয়া জীবনের হাতে খাদ্য সামগ্রীর চালান তুলে দেন।
ইতোপূর্বে চায়না হারবার চট্রগ্রামের মীরসরাই ও আনোয়ারা উপজেলা, মাদারীপূর ও টাঙ্গাইলে দুঃস্থ পরিবারগুলোর জন্য খাদ্য ও করোনা সুরক্ষা সামগ্রী প্রদান করে। বাংলাদেশ সরকারকেও করোনা শনাক্তকরণ ও সুরক্ষা সামগ্রী প্রদান করা হয় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।

সাম্প্রতিক মন্তব্য

Top