logo
news image

এ এস এম মোকাররেবুর রহমান নাসিম

নাটোরের লালপুর উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামে ১৯৭৫ সালের ১ মার্চ জন্মগ্রহণ করেন এ এস এম মোকাররেবুর রহমান নাসিম (এম আর নাসিম)। পিতা মো আবদুল করিম, সাবেক সুপার,বালিতিতা ফাজিল মাদ্রাসা, সাবেক সিনিয়র শিক্ষক নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুল, মাতা মোসা আনোয়ারা বেগম, গৃহিনী।
তিনি কামিল রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে হাদিস ও ফিকাহ বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর, রাজশাহী কলেজ থেকে এলএলবি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমএসএস (জার্নালিজম) ডিগ্রি অর্জন করেন।
তিনি লালপুরের মমিনপুর মাজার শরীফ দাখিল মাদরাসার সুপারিনটেনডেন্ট; হজ ও ওমরা এজেন্ট ‘এমআরবি ট্যুরস এন্ড ট্রাভেলস’ এর ব্যবস্থাপনা পরিচালক; ঢাকা থেকে প্রকাশিত দৈনিক দিনের আলো পত্রিকার নির্বাহী সম্পাদক এবং দৈনিক সংগ্রাম পত্রিকার লালপুর প্রতিনিধি।
এছাড়া তিনি বাংলাদেশ জামিয়াতুল মোদাররেসিন লালপুর উপজেলা শাখার সেক্রেটারি; লালপুর উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা; সদস্য, ধর্মবিষয়ক মন্ত্রনালয় স্ট্যান্ডিং কমিটি, হাব; স্থানীয় পর্যায়ে তিনি শিক্ষা ও জনকল্যাণমুলক কাজের সাথে জড়িত।
পারিবারিক জীবনে ৩ ভাই ৩ বোনের মধ্যে সবার বড় এ এস এম মোকাররেবুর রহমান নাসিম। এক মেয়ে ৮ম শ্রেণির ছাত্রী, এক ছেলে ২য় শ্রেণির ছাত্র, স্ত্রী গৃহিণী।
দ্বিতীয় ভাই মাসউদুর রহমান হেলাল কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর লাভ করেন। বর্তমান তিনি সহকারী অধ্যাপক, ইংরেজি, জেদ্দা ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, জেদ্দা, সৌদি আরব। এক ছেলে ও স্ত্রীসহ জেদ্দায় কর্মরত।
তৃতীয় বোন সাইয়েদা বেগম বুতুল, গৃহিণী। স্বামী মো আবদুল হাকিম, সহকারী অধ্যাপক, তাড়াশ মহিলা ডিগ্রি কলেজ, সিরাজগঞ্জ। এক ছেলে ৩মেয়ে।
চতুর্থ বোন মোছা হুমাইরা, গৃহিণী। স্বামী মো আবু সাঈদ, সিনিয়র অফিসার, ইসলামি ব্যাংক, রাজশাহী। এক ছেলে, ২ মেয়ে।
পঞ্চম ভাই মাহমুদুর রহমান শাহিন, বিএসসি ইঞ্জিনিয়ার, ইইই, অফিসার, ইসলামি ব্যাংক, ঢাকা। স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে।
ষষ্ঠ বোন জান্নাতুন নাঈমা সেতারা, গৃহিণী। স্বামী মো. তৌহিদ খান, কর্মকর্তা, একমি ল্যাবরেটরিজ, যশোর। এক মেয়ে।
তিনি লালপুর উপজেলা পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান (মাদ্রাসা)  হিসাবে পরপর ৩ বার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসাবে নির্বাচিত হয়ে সনদ, ক্রেস্ট প্রাপ্ত হন। এ ছাড়া হজ সেবায় উত্তম সেবা প্রদানের জন্য সৌদি মুয়াল্লিম হতে ২ বার সম্মান জনক ক্রেস্ট প্রাপ্ত হন।
‘কিতাবুল হজ’ নামক বই প্রকাশের অপেক্ষায়, এ ছাড়া স্থানীয় ও জাতীয় পত্রিকায় বিভিন্ন বিষয় কলাম ও প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
তিনি বিভিন্ন সময়ে ইন্ডিয়া, নেপাল, শ্রীলঙ্কা, আবুধাবি, দুবাই, ওমান, কাতার, বাহরাইন, সৌদি আরব, মিশর ও তুরস্ক সফর করেন।

* লালপুরের ইতিহাস: লালপুরের কৃতী (গণমাধ্যম)।

সাম্প্রতিক মন্তব্য

Top