logo
news image

ত্রাণ তহবিলে ৫ লাখ টাকা দিলেন রাজাপুর ডিগ্রি কলেজ

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম নাটোর
করোনা ভাইরাসের কারনে সৃষ্ট মহামারি মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহŸানে সাড়া দিয়ে নাটোরের বড়াইগ্রাম উপজেলার অন্যতম বিদ্যাপিঠ রাজাপুর ডিগ্রি কলেজ ত্রাণ তহবিলে ৫ লাখ টাকা দান করেছেন। মঙ্গলবার সকালে নাটোরের জেলা প্রশাসক মোঃ শাহ্রিয়াজের হাতে অনুদানের চেক তুলে দেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ তুঘলক ।
এসময় উপ-পরিচালক স্থানীয় সরকার মোঃ গোলাম রাব্বী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসাঃ শরীফুন্নেসা, এনডিসি জাকির মুন্সি, রাজাপুর কলেজের সহকারী অধ্যাপক মোঃ ইলিয়াস হোসেন, বড়াইগ্রাম প্রেস ক্লাব সভাপতি আশরাফুল ইসলাম, সজাগ নিউজ সম্পাদক মাহবুব আলম উপস্থিত ছিলেন।
অধ্যক্ষ মোহাম্মদ তুঘলক অনুদান প্রদান বিষয়ে বলেন, কলেজের ১০১ জন শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী স্ব-উদ্যোগে মহামারি করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে ওই টাকা প্রদান করেন। তিনি বলেন, প্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ রয়েছে এসময় তাদের কলেজের আসা-যাওয়ার কোন খরচ হচ্ছে না। সেই টাকাই অনুদান হিসেবে দান করেছেন। তিনি আরও বলেন, ইতিপূর্বে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশে এমপিও ভুক্ত শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী একদিনের বেতন বাবদ প্রায় ৬৫ হাজার টাকা ত্রাণ তহবিলে দান করেছেন।
জেলা প্রশাসক মোঃ শাহ্রিয়াজ বলেন, এটা খুবই প্রশংনীয় এবং অনুকরণীয় উদ্যোগ। শিক্ষকরা তাদের যাতায়াত বাবদ অব্যয়িত খরচের টাকা ত্রাণ তহবিলে দান করলেন। এভাবে সকলেই এগিয়ে আসলে মহামারি দূর্যোগ মোকাবেলায় সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।
উল্লেখ্য, রাজাপুর ডিগ্রি কলেজটি ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা, গার্হস্থ্য অর্থনীতি বিভাগ, ¯œাতক পাস কোর্সে বিএ, বিএসসি, বিবিএস, বিএসএস কোর্সসহ ১২ বিষয়ে সম্মান কোর্স চালু আছে। যেখানে প্রায় দুই হাজার শিক্ষার্থী পড়া-লেখা করে।

সাম্প্রতিক মন্তব্য

Top