logo
news image

টাঙ্গাইলে চায়না হারবারের ত্রান কার্যক্রম

স্বপন কুমার কুন্ডু

গনপ্রজাতন্ত্রী চীনের আন্তর্জাতিক প্রতিষ্ঠান চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানী লিমিটেড টাংগাইলের ধনবাড়ী উপজেলায় করোনা মহামারীতে ক্ষতিগ্রস্থ দু'হাজার অস্বচ্ছল পরিবারের জন্য খাদ্য সহায়তা প্রদান করেছে। ১৭ই মে চায়না হারবারের প্রধান সমন্বয়ক সাহেদ রমজান ধনবাড়ী উপজেলার চেয়ারম্যান হারুন উর রশীদ হীরার হাতে ত্রান সামগ্রী তুলে দেন। এর মধ্যে রয়েছে ১০ টন চাল, ২ টন চিনি, ২ হাজার প্যাক সেমাই ও ২ টন আলু।
এসময় সাহেদ রমজান বলেন, "বৈশ্বিক মহামারীর কোনও সীমানা নেই এবং এটি সমগ্র মানবতার শত্রæ। অধিক শক্তি অর্জনের মাধ্যমে আমরা অবশ্যই মহামারীর বিরুদ্ধে চুড়ান্ত বিজয় অর্জন করবো। বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু। দুঃস্থ জনগনের জন্য এই খাদ্য সামগ্রী বাংলাদেশে আমাদের সামাজিক অগ্রাধিকারেরই প্রতিফলন।"
করোনা সংকটে চায়না হারবার বাংলাদেশকে বিভিন্নভাবে সহায়তা দিয়ে যাচ্ছে। ইতোপূর্বে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়কে করোনা সনাক্তকরণ কিট ও করোনা প্রতিরোধ সামপ্রী, চট্রগ্রামের মীরসরাই ও আনোয়ারা উপজেলা এবং মাদারীপূরে দুঃস্থ জনগনের জন্য খাদ্য সহায়তা ও করোনা প্রতিরোধ সামগ্রী প্রদান করেছে প্রতিষ্ঠানটি।

সাম্প্রতিক মন্তব্য

Top