logo
news image

ঋত্বিক রোশনের প্রথম শটটা শ্রীদেবীর সঙ্গেই

 

কিছু মৃত্যু সত্যিই না মানার। তবুও মেনে নিয়ে সামনে এগোতে হয়। জীবন বড়ই অদ্ভুত, অনিশ্চিত। কখন যে কী ঘটে যায় তা বলা বড়ই মুশকিল। বয়স মাত্র ৫৪; অথচ এখনো প্রায় অষ্টাদশীর মতোই নিজের পরিচর্চা করতেন। সৌন্দর্যে এখনও টেক্কা দেয়ার ক্ষমতা ছিল আজকের বলি ডিভাদের; এমন নারী একজনই আর তিনি হলেন শ্রীদেবী। পরিচিতরা তাকে খুবই ভালোবাসতেন। তেমনই এক ভালোবাসার স্মৃতি তুলে ধরলেন বলিউড সুপাস্টার ঋত্বিক রোশন। সিনেমায় অভিনয়ের প্রথম শটটা শ্রীদেবীর সঙ্গেই হয়েছিল ঋত্বিক রোশনের।

আবেগপূর্ণ ভাষায় সোশ্যাল মিডিয়ায় প্রয়াত অভিনেত্রীকে শ্রদ্ধা জানিয়ে অভিনেত্রীর সঙ্গে সিনেমায় প্রথম দৃশ্য শুটিংয়ের স্মৃতি শেয়ার করেছেন ঋত্বিক।

হৃত্বিক লিখেছেন, ‘আমি তাকে খুব ভালোবাসি, শ্রদ্ধা করি। আমার অভিনয়ের প্রথম শটটা তোলা হয়েছিল শ্রীদেবীর সঙ্গে। আমি খুব নার্ভাস হয়ে পড়েছিলাম। আমার মনে আছে, আমার জন্য তিনি নার্ভাস এমন ভাব করে তিনি নিজের হাত কাপার ভান করেছিলেন। সবটাই ছিল আমার আত্মবিশ্বাস বাড়ানোর জন্য। তাকে ওরকম করতে দেখে আমি হাসি চাপতে পারিনি। আর শটটা একেবারে ঠিক না হওয়া পর্যন্ত তিনি হাসছিলেন। আপনাকে খুব মিস করব, ম্যাডাম।’

সাম্প্রতিক মন্তব্য

Top